ত্রিপুরা
মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ সারা ভারত গনতান্ত্রীক নারী সমিতির।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,এিপুরা:- উত্তরপ্রদেশের হাথরাসে দলিত যুবতী মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবীতে ও নারীদের উপর নির্যাতন দিনের পর দিন বেড়েই চলছে বর্তমান বিজেপি শাসিত সরকারের আমলে নারীদের নিরাপত্তা বলতে কিছুই নেই এই শ্লোগানকে সামনে রেখে আজ সারা ভারত গনতান্ত্রীক নারী সমিতি এবং শ্রমজীবী মহিলাদের একটা অংশ আজ মেলারমাঠ সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে গোটা আগরতলা শহর জুড়ে এক প্রতিবাদ র্যালি সংগঠিত করেন। উপস্থিত ছিলেন সিপিআইএম নেত্রী ঝর্না দাস বৈদ্য সহ অন্যান্যরা।