গান্ধীজির জন্মবার্ষিকী মহাসমারহে পালিত হল আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে।
নিউজ বেঙ্গল ৩৬৫ডেস্ক,ত্রিপুরা:- আজ ২রা অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫১ তম জন্মবার্ষিকী মহাসমারহে পালিত হল আগরতলা পোস্টঅফিস চৌমুহুনিস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ও। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ ত্রিপুরা কংগ্রেস দলের অন্যান্য কার্যকর্তাগন। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন যে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল আজকে আগরতলা পোস্টঅফিস চৌমিহুনিস্থিত কংগ্রেস ভবনে গান্ধীজির জন্মদিনে গান্ধীজিকে স্মরন করার জন্য গান্ধীজীর যে বার্তা সেটা রাজ্যবাসী এবং দেশবাসীকে দেওয়ার জন্য। গান্ধীজীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল। গান্ধীজীর অহিংসা, সত্যাগ্রহ এবং স্বরাজ দর্শনের জন্য গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন মোহনদাস করমচাঁদ গান্ধী।