কোটি টাকা ব্যয়ে নির্মিত গেস্ট হাউস জুয়ার আসরে পরিণত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,এিপুরা:- ২০১১ সালের ২১ শে জুন তৎকালীন সিপিআইএম সরকারের আমলে যোজনা পষদের ভাইস চেয়ারম্যান কেশব মজুমদার গোমতী জেলা উদয়পুর মহকুমার বনদুয়ারস্থিত পর্যটন দপ্তরের অর্থ সুফলে একটি গেস্ট হাউস নির্মাণের জন্য ফলক উদ্বোধন করে ছিলেন। পরবর্তী সময়ে এক বছরের মাথায় সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছোট একটি টিলাভূমির উপর কোটি টাকা ব্যয়ে দুইটি গেস্ট হাউস তৈরী হয়েছে। দীর্ঘ বছর ধরে এই গেস্ট হাউসটি পর্যটন দপ্তর চালু করতে পারেনি। কিন্তু কি কারনে চালু করতে পারেনি বছরের পর বছর গেলে ও তা জানতে পারেনি পর্যটনের শহর উদয়পুরবাসী। ফলে নেশার এবং জোয়ার আসর ঘরে পরিনত হয়েছে এই গেস্ট হাউসটি। যেখানে এই গেস্ট হাউসটি তৈরি হয়েছে সেটি হল গোমতী জেলা উদয়পুর – অমরপুর যাওয়ার পথে বনদুয়ারে। স্থানটি নির্জন এবং আশেপাশে খুব একটি বাড়িঘর ও নেই। অপরূপ দৃশ্য দীর্ঘ কয়েক বছর হয়েছে বিদ্যুৎ দপ্তর গেস্ট হাউসের লাইন বিছিন্ন করে দিয়েছে। পরিবেশটি এখন অন্ধকার। এখবর পেয়ে গোমতী জেলার সভাধিপতি স্বপন অধিকারী এলাকাটি পরিদর্শন করে অবাক হয়ে যান। তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু না বলেও দপ্তরের সাথে দ্রুত কথা বলে বিষয়টি জেনে নেবেন বলে জানান। এদিকে এলাকার এক মহিলা জানান COVID 19 এর সময় পুলিশ বাহিনী এসে গেইটের তালা ভেঙে দিয়ে গেছেন। কেন তালা ভাঙা হয়েছে এ বিষয়ে এলাকাবাসীরা জানেন না। এরপর থেকে দিন রাত্রিতে সবধরনের অসামাজিক কাজ হচ্ছে। ভয়ে এলাকাবাসিরা মুখ খুলে কিংবা প্রতিবাদ করেনা। এদিকে তালা ভাঙার কারনে গেস্ট হাউজের বিদ্যুতের লাইট পাখা থেকে শুরু করে জলের সবকিছু নিয়ে গেছে কেবা কারা তা জানেন না এলাকাবাসীরা। জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে গেস্ট হাউসের চারদিকে।