নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে আটক করল পুলিশ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- বিত্তশালী পরিবারের ছেলে নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে আটক করল পুলিশ। ইতিপূর্বে ও একাধিকবার স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। তেলিয়ামুড়া মহকুমার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হারাধন দাস,একমাত্র পুত্র অভিজিৎ দাস দাস। তেলিয়ামুড়া মহকুমার গৌরাঙ্গটিলা এলাকাবাসীরা অবগত রয়েছে অভিজিৎ দাসের নানান ধরনের নেশায় আচ্ছন্ন থাকার। নানানা অজুহাতে অভিযুক্ত ঘাতক স্বামী অভিজিৎ দাস স্ত্রীকে নির্যাতন করত বলে এলাকাবাসীদের অভিযোগ। বছর কয়েক আগে ও স্ত্রীকে মেরে হাত ভেঙ্গে দেয় অভিযুক্ত ঘাতক স্বামী অভিজিৎ দাস। কিন্তু পারিবারিক সুনামের কারনে সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে গেছে স্ত্রী শর্মীষ্ঠা চৌধুরি। তাদের দুটি শিশু সন্তান ও রয়েছে। জানা গেছে,অভিযুক্ত ঘাতক স্বামী অভিজিৎ দাস স্ত্রী শর্মীষ্ঠা চৌধুরিকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার ও চেষ্টা করে। আজ সেই ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে তেলিয়ামুড়া মহকুমা গৌরাঙ্গটিলাস্থিত নির্যাতিতা গৃহবধু শর্মীষ্ঠা চৌধুরির বাড়িতে যান ত্রিপুরা আগরতলা মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বর্নালী গোস্বামী,মেম্বার শ্রীমতি ডালিয়া সিনহা সহ অন্যান্যরা। এবং নির্যাতিতা গৃহবধূর সাথে কথা বলেন এবং অভিযুক্ত ঘাতক স্বামী অভিজিৎ দাসকে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া যায় সে বিষয়ে কথা বলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বর্নালী গোস্বামী।