ত্রিপুরা
আগরতলায় এক মহিলা আগুনে পুড়ে মৃত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,এিপুরা:- আগরতলা কৃষ্ণনগর নতুন পল্লী এলাকায় গতকাল রাতে এক মহিলা আগুনে পুড়ে মারা যান। মহিলার নাম আয়েত্রী বৈদ্য বয়স 33 বছর। কিছুদিন আগে ওই মহিলার স্বামী মারা গিয়েছে। এই মহিলার শরীরে আগুন কি করে লাগল। না কি কেউ ওই মহিলাকে শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করেছে। খবর পেয়ে ছুটে যায় আগরতলা মহিলা পূর্ব থানার পুলিশ ও পশ্চিম থানার পুলিশ। এইটা কি খুন না আত্মহত্যা সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।