কাসকাউ রায় পরিষদ ও ব্রু সোসিও কালচারাল অর্গানাইজেশন সাংবাদিক সম্মেলন
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,এিপুরা:- আজ আগরতলা মালঞ্চ নিবাসে ব্রু মথহ ( কাউন্সিল অফ কাসকাউ এন্ড রায় অফ রিয়াংস ) এন্ড ব্রু সোসিউ কালচারাল অর্গানাইজেশন তাদের বিভিন্ন দাবীকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন। উপস্থিত ছিলেন পঞ্চরাম রিয়াং ব্রু মথহ কাউন্সিল অফ কাসকাউ এন্ড রায় অফ দি রিয়াংস,ক্রিপেজেয় রিয়াং সহ অন্যান্যরা। এদিনের সাংবাদিক মূল উদ্দেশ্য হল,কাসকাউ রায় পরিষদ ও ব্রু সোসিও কালচারাল অর্গানাইজেশন রিয়াং জনজাতিভিত্তিক এই দুটি সংগঠনের পক্ষ থেকে ব্রু সংগ্রংমা মথহ দ্বারা সংগঠিত রিয়াং সম্প্রদায় বিরোধী বিভিন্ন কার্যকলাপে তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাচ্ছেন এবং তৎসঙ্গে আগরতলায় সংগ্রংমা মথহ নামক ধর্মীয় সংগঠনের নামে প্যাল্যাসকমপাউন্ডস্থিত আনন্দময়ী আশ্রমের অন্তর্গত রিয়াংদের কুলদেবী সংগ্রংমা মন্দিরের জায়গার বিনিময়ে সমগ্র রিয়াং সম্প্রদায়ের জন্য যে বাস্তু জমি রাজ্য সরকার কর্তৃক বরাদ্দ করা হয়েছে তা বাতিল করে রিয়াং জনজাতিভুক্ত গরিব ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রাবাস ও বিশ্রামাগার নির্মানার্থে সেই বাস্তু জমি বরাদ্দ করতে হবে। প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে বিতারিত হয়ে কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমায় বিগত 23 বছর ধরে অবস্থানরত অসহায় রিয়াং শরণার্থীদের স্থায়ী সমাধান সমস্যার কল্পে ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার The Indigenous Progressive Regional Alliance(TIPRA) ও ব্রু রিয়াং শরণার্থীদের মধ্যে সম্পাদিত ঐতিহাসিক চুক্তিকে বানচাল করার জন্য নাগরিক সুরক্ষা মঞ্চ ও মিজো কনভেনশন দীর্ঘদিন ধরে গভীর ষড়যন্ত্র ও অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। নাগরিক সুরক্ষা মঞ্চ ও মিজো কনভেনশনের মত সাম্প্রদায়িক, প্রতিক্রিয়াশীল ও অশুভ শক্তির এই অপপ্রচেষ্টা ও ঘৃণ্য ষড়যন্ত্রকে তারা তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাচ্ছে। পাশাপাশি ব্রু রিয়াং চুক্তির বিষয়ে মিজোরামের মুখ্যমন্ত্রীর অনধিকার চর্চা ও অবাঞ্চিত হস্তক্ষেপের প্রতি তারা তীব্র নিন্দা জ্ঞাপন করছে।