সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বাঙালী কর্ষক ও বাঙালি শ্রমজীবী সমাজ
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- আজ বাঙালী কর্ষক ও বাঙালি শ্রমজীবী সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি বিভিন্ন গুরুত্বপুর্ণ দাবীকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। উপস্থিত ছিলেন বাঙালি কর্ষক সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সচিব বিমল দাস, বাঙালি শ্রমজীবী সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সচিব দুলাল ঘোষ সহ অন্যান্যরা। তাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল:- গত 17ই সেপ্টেম্বর লোকসভায় ও 20শে সেপ্টেম্বর রাজ্যসভায় কৃষিপন্য লেনদেন, বাণিজ্য উন্নয়ন ও কৃষি পণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি সংক্রান্ত যে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয় রাষ্ট্রপতি স্বাক্ষরের পরই যা আইনে পরিণত হবে। তাদের বিচারে তা সম্পূর্ণভাবে কৃষক স্বার্থের পরিপন্থী। তাই বাঙালি কর্ষক ও শ্রমজীবিসমাজ ত্রিপুরা রাজ্য কমিটি এই বিল দুটির তীব্র বিরোধিতা করছেন। এমতাবস্থায় বাঙালি কর্ষক ও শ্রমজীবী সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি মহামান্য সরকারের কাছে আবেদন রাখছেন যে, উল্লেখিত কৃষি বিল দুটি প্রত্যাহার করে নিম্নলিখিত দাবি সনদ বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের বাঁচার ব্যবস্থা করা হোক। তাদের দাবিগুলোর মধ্যে:- কৃষিপণ্যের সহায়কমূল্য নির্ধারণের জন্য কৃষিকে মর্যাদা দিতে হবে। উপযুক্ত সময় উন্নত প্রজাতির বীজ,সার, কীটনাশক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ সহ প্রতিইঞ্চি কৃষিজমিকে জল সেচের আওতায় আনতে হবে ও ব্লকে ব্লকে আধুনিক হিমঘর চালু করতে হবে। কৃষিবীমা ছাড়াও 60 বৎসর বয়স অন্তে প্রতিটি কর্ষক ও শ্রমজীবীকে সরকারী কর্মচারীর ন্যায় বার্ধক্যকালীন ভাতার ব্যবস্থা করতে হবে। ইত্যাদি আরো বিভিন্ন দাবীকে সামনে রেখে বাঙালী কর্ষক সমাজ ও বাঙালী শ্রমজীবী সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন।