ত্রিপুরা
মৃত রেশমি বেগমের বাড়িতে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন I
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- গত কয়েকদিন আগে স্বামী, শ্বশুর-শাশুড়ি মিলে দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজারের রেশমি বেগম নামে এক গৃহবধূকে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ। মৃত রেশমি বেগম নামে ওই গৃহবধূর বাড়িতে যান ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বর্ণালী গোস্বামী সহ অন্যান্যরা। মৃত গৃহবধূর পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার বিষয়ে তিনি পরিবারের লোকজনদের জানান এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন ওই মৃত গৃহবধূর পরিবারের পাশে আছেন বলে ত্রিপুরা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বর্ণালী গোস্বামী জানান।