ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সাংবাদিক সম্মেলন
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- আজ আগরতলা পোস্ট অফিস চৌমুনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস গত রবিবার রাজ্যসভায় কৃষি সংক্রান্ত বিষয়ে যে দুটি বিল পাস হয়েছে সে দুটি বিলের বিরোধীতায় এবং রাজ্যের আরো বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয় নিয়ে তিনি এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। এছাড়া ও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের অন্যান্য কার্যকর্তাগন।।এদিন কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস কৃষক বিরোধী কালো আইনের প্রতিবাদে বিভিন্ন বিষয়বস্তু সকলের সামনে তুলে ধরেন। তিনি আরো বলেন যে,এই কৃষিবিল কার্যকর হলে কৃষকদের সর্বনাশ হবে। সুতরাং এই কৃষিবিল প্রত্যাহারের জন্য কংগ্রেস দল কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন যদি কেন্দ্রীয় সরকার তাদের এই আহ্বানে সাড়া না দেয় তা না হলে আগামী দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল গোটা রাজ্যে সুবৃহৎ আন্দোলন গড়ে তুলবে বলে হুসিয়ারি দিয়েছেন।