বিভিন্ন দাবীকে সামনে রেখে ত্রিপুরা সিপিআইএম দল গনআন্দোলনে সামিল
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- আজ আগরতলা সিটি সেন্টারের সামনে সিপিআই(এম ) জয়নগর মেলারমাঠ লোকাল কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবীকে সামনে রেখে ত্রিপুরা সিপিআইএম দল এক গনআন্দোলনে সামিল হয়েছেন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআইএম প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন সিপিআইএম মন্ত্রী জীতেন্দ্র চৌধুরি সহ ত্রিপুরা সিপিআইএম দলের অন্যান্য কার্যকর্তাগন। তাদের দাবীগুলোর মধ্যে হল-আয়করদাতা নয় এমন সমস্ত পরিবারকে মাসে সাড়ে সাত হাজার নগদ টাকা প্রদান করতে হবে, প্রতি পরিবারে মাসে মাথাপিছু 10 কেজি খাদ্য দিতে হবে। রেগার কাজে গ্রাম ও শহরাঞ্চলে 200 দিনের কাজ ও মজুরি প্রদান করতে হবে। সমস্ত বেকারদের ভাতা দিতে হবে। সংবিধানের উপর আক্রমন বন্ধ করতে হবে। ইত্যাদি আরো বিভিন্ন দাবীকে সামনে রেখে ত্রিপুরা সিপিআইএম দল এক গন আন্দোলনে সামিল হয়েছেন। তাদের দাবী অবিলম্বে পূরণ করা না হলে ত্রিপুরা সিপিআইএম দল আগামী দিনে আরো সুবৃহৎ আন্দোলনে যাবার হুসিয়ারি দিয়েছেন।