বনধের বিরোধিতায় ত্রিপুরা প্রদেশ বিজেপি দল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ও ১৭ টি শাখা সংগঠন ১২ দফা দাবীর ভিত্তিতে যে বনধ ডেকেছে সে বনধের বিরোধিতায় ত্রিপুরা প্রদেশ বিজেপি দল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল আগরতলা হরিগঙ্গা বসাক রোড এলাকায় পিকেটিং করতে গেলে কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন কংগ্রেস ও বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ত্রিপুরা প্রদেশ বিজেপি দল কংগ্রেসের এই বনধ বিরোধিতা করে পিকেটিং করে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর জেলা আরবান সভাপতি অলক ভট্টাচার্যী সহ অন্যান্যরা। এদিন ত্রিপুরা প্রদেশ সদর জেলা আরবান সভাপতি অলক ভট্টাচার্যী বলেন যে,কিসের স্বার্থে কংগ্রেসের এই বনধ। মহামারি করোনা ভাইরাসে গোটা রাজ্য জুড়ে এমনিতেই একটা আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যে কংগ্রেসের এই বনধ ডাকার কোন মানেই হয়না। সাধারন গরীবের মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধাপ্রাপ্ত করে কংগ্রেসের এই বনধ ডাকার কোন মানেই হয়না।