প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে আগরতলা সরকার নার্সিং হোমের সামনে উত্তেজনা।
নিউজ বেঙ্গল 365 ডেস্ক,এিপুরা:- আগরতলা সরকার নার্সিং হোমে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, ডাক্তার ও চিকিৎসকদের চিকিৎসার গাফিলতির কারনে গোমতী জেলা উদয়পুর রাজারবাগ এলাকার বাসিন্দা সোমা নট্ট দাস নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে আগরতলা সরকার নার্সিং হোমের সামনে। ঘটনার বিবরণে জানা যায়, ডাক্তার এস বি চক্রবর্তী তাদেরকে তারিখ দেন যে,20শে সেপ্টেম্বর সোমা নট্ট দাস নামে ওই প্রসূতির সিজার করানো হবে। তখন ওই প্রসূতিকে আগরতলা সরকার নার্সিং হোমে ভর্তি করানো হলে সোমা নট্ট দাস নামে ওই প্রসূতি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবার অভিযোগ করেন, ডাক্তার ও নার্সদের চিকিৎসার গাফিলতির কারনে ওই প্রসূতির মৃত্যু হয়েছে। আগরতলা সরকার নার্সিং হোমের সামনে পরিবারের লোকজনদের মধ্যে দেখা দেয় তীব্র উত্তেজনা। খবর যায় পুলিশের কাছে, পুলিশ এসে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে সোমা নট্ট দাস নামে ওই প্রসূতির মৃত্যুতে গোটা গোমতী জেলা উদয়পুর রাজারবাগ এলাকার লোকজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।