ত্রিপুরা
প্রতাপগড় যুবমোর্চা মন্ডলের উদ্যোগে সেবা সপ্তাহের কর্মসূচীর অঙ্গ হিসেবে রক্তদান শিবির।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- আজ আগরতলা বনকুমারী নাট মন্দিরে 13 নং প্রতাপগড় যুবমোর্চা মন্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জণ্মদিবস সপ্তাহ উপলক্ষে সেবা সপ্তাহের কর্মসূচীর অঙ্গ হিসেবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডা:মানিক সাহা সহ অন্যান্যরা। এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডা:মানিক সাহা রক্তদান জীবন দান এই শ্লোগানকে সামনে রেখে এই রক্তদান শিবিরে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। আরো বিভিন্ন বিষয়ে তিনি এদিন উল্লেখযোগ্য ভূমিকা সকলের সামনে তুলে ধরেন।