সালিশি সভা করে নাবালক-নাবালিকার জোর করে বিয়ে দেয়া হলো তেলিয়ামুড়ায়।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক, ত্রিপুরা: যেখানে নাবালিকা বিবাহ বন্ধ করার জন্য রাজ্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে, সেই জায়গায় এক এলাকার সালিশি সভার মাধ্যমে মন্দিরে নিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানার গামাইবাড়ি ব্লক চৌমুহনী এলাকায়। প্রশাসনের সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ প্রশ্নচিহ্নের মুখে। সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া থানার গামাইবাড়ি ব্লক চৌমুনি এলাকার তেলিয়ামুড়া আর ডি ব্লকের পুরাতন বিল্ডিংএ বসার জায়গায় এলাকারই এক নাবালিকা ও নাবালককে অসংলগ্ন অবস্থায় দেখতে পায় এলাকার কতিপয় যুবক বলে অভিযোগ। এরপরই তারা নাকি উক্ত নাবালক- নাবালিকাকে পার্শ্ববর্তী এক মন্দিরে নিয়ে গিয়ে বিবাহ করিয়ে দেয়। এদিকে, এই খবর পেয়ে স্থানীয় সাংবাদিক শিবজ্যোতি মল্লিক খবর সংগ্রহ করতে গেলে তার সঙ্গে এলাকার একাংশ যুবক দুর্ব্যবহার করে বলে অভিযোগ, সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। তাকে বেধড়ক মারধর করা হয়। এই বিষয়টি পুলিশকে জানানো হলেও পুলিশ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। জানা গেছে, নাবালিকা বর্তমানে উক্ত নাবালক তথা স্বামীর বাড়িতে আছে। এদিকে প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে এভাবে সালিশি সভার মধ্য দিয়ে এত বড় একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ঘটনা ভালো চোখে দেখছে না তেলিয়ামুড়ার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল।