শ্বশুরবাড়ীতে নির্যাতিতা পিংকী বৈদ্যের বাড়িতে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক, ত্রিপুরা: আজ দুপুরে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বর্নালী গোস্বামী সহ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের অন্যান্যরা আগরতলা, ধলেশ্বর রোড নং 5 স্থিত স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজনদের হাতে নির্যাতিতা মহিলা শ্রীমতি পিংকী বৈদ্যের বাড়িতে যান। তাঁরা নির্যাতিতা মহিলার সাথে কথা বলেন। নির্যাতিতা পিংকী বৈদ্যের পাশে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন সবসময় পাশে আছেন এবং তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দেন ও দোষীদের শাস্তি দেবার বিষয়ে কথা বলেন। শ্রীমতি পিংকী বৈদ্য নামে ওই মহিলা দীর্ঘ অনেক বছর ধরে উনার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের হাতে নির্যাতিতা হচ্ছেন। নির্যাতিতা মহিলা এখন পুলিশের দ্বারস্ত হয়েছেন এবং উনার পাশে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন সবসময় পাশে আছেন বলে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বর্ণালী গোস্বামী জানান।