নিউজ বেঙ্গল ৩৬৫:- বাজারে কিছু দিন ধরেই খবরটা শোনা যাচ্ছিল। সেই জল্পনার ই অবসান হল। কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী অধিগ্রহণের কথা শনিবার ঘোষণা করে, খুচরো ও পাইকারি ব্যবসায় ফের বড় ধামাকা দিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, চুক্তি অনুযায়ী ২৪ হাজার ৭১৩ কোটি টাকার বিনিময়ে ফিউচার গোষ্ঠীর খুচরো ও পাইকারি ব্যবসা রিলায়েন্সের হাতে আসবে। এই অধিগ্রহণের ফলে টেলিকমের মতোই দেশের খুচরো ব্যবসায় প্রতিযোগিতা আরও তীব্র হবে। জেফ বেওজের সংস্থা অ্যামাজনের সঙ্গে লড়াইয়ে রিলায়েন্সকে অনেকটাই এগিয়ে দেবে এই পদক্ষেপ ।
প্যান্টালুন্স ও বিগ বাজারের মতো ব্র্যান্ডের সৌজন্যে ভারতের খুচরো বিপণি মানচিত্র বদল এনেছিল কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী। প্যান্টালুন্স আগেই আদিত্য বিড়লা গোষ্ঠীর হাতে গিয়েছে। এ বার রিলায়ান্সের শাখা রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের কাছে বিক্রি হচ্ছে ব্র্যান্ড ফ্যাক্টরি, এফবিবির মতো ফ্যাশন এবং বিগ বাজার, ইজি ডে-র মতো দৈনন্দিন পণ্যের বিপণির ব্র্যান্ড।
রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের কর্ণধার, মুকেশের আম্বানির মেয়ে ঈশা আম্বানি বলেন এই অধিগ্রহণের মাধ্যমে আমরা ফিউচার গোষ্ঠীর মতো নামী ব্র্যান্ডকে ঘর দিচ্ছি। একই সঙ্গে ফিউচার গোষ্ঠী তাদের নিজস্ব ব্যবসায়িক পরিকাঠামো চালু রাখতে পারবে। আমরা মনে করি, আমাদের এই যৌথ সক্রিয়তা বিকাশের পথকে আরও প্রশস্ত করবে। যাতে আমরা আমাদের ছোট পুঁজির ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী সকলকেই সঙ্গে নিয়ে এগোতে পারি।’এই অধিগ্রহণের পর আরও কয়েক’শো কোটি টাকা এই সংস্থায় রিলায়েন্স বিনিয়োগ করবে বলে এদিন জানানো হয়েছে। এদিন দুই সংস্থার যৌথ বিবৃতি বলা হয়, ফিউচারের ব্যবসা কিনতে মোট ২৪,৭১৩ কোটি টাকা ঢালবে মুকেশের অম্বানির রিলায়েন্স গোষ্ঠী। ভবিষ্যতে আরও ১৬০০ কোটি লগ্নির পথও খোলা রাখছে রিলায়েন্স। তবে, ফিউচার গোষ্ঠীতে অ্যামাজনেরও যে ১.৩% অংশীদারি রয়েছে, তার কী হবে, সে বিষয়ে কেউই মুখ খোলেনি। গত বছরই এই শেয়ার কিনেছিল অ্যামাজন।