পোকো গ্লোবালি স্বাধীন ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করলো।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : পোকো অফিশিয়াল স্টেটমেন্টে জানিয়েছে, ‘স্বাধীন ব্র্যান্ড হতে যাচ্ছে পোকো’। এখন থেকে পোকো অরিজিনাল ডিজাইনে নিজেকে আত্মপ্রকাশ করবে। যেমন : পোকো X3, পোকো F2 Pro, পোকো M3 এর মত ডিভাইসগুলো রেডমির কোনো রিব্র্যান্ড ভার্সন নয়, পোকোর অরিজিনাল ডিজাইন।শাওমির সাবব্র্যান্ড হিসেবে ২০১৮ সালে পোকো লঞ্চ করেছিলো পোকো F1। ফোনটি ক্রেতাদের মাঝে বেশ সাড়া ফেলেছিলো। কারণ ডিভাইসটি কমদামে ইউজারদের ফ্ল্যাগশিপ এক্সপেরিয়েন্স দিয়েছিল। পোকোর F1 দিয়ে পোকো নিজেকে যেমন প্রসারিত করেছিলো, তেমন বিক্রিও হয়েছিলো।
২০১৮ সাল থেকে এখন পর্যন্ত পোকো ৬০ লক্ষ ইউনিট ফোন বিক্রি করেছে। গ্লোবালি তারা ২.২ মিলিয়ন ইউনিট বিক্রি করেপোকো F1।
পোকো এখন বৈশ্বিকভাবে স্বাধীন ব্র্যান্ড। বিষয়টি পোকো সোশ্যাল মিডিয়া টুইটারে জানিয়ে দেয়।গ্লোবালি পোকো স্বাধীন ব্র্যান্ড হওয়ার ফলে আমরা আশা করতে পারি রেডমির রিব্র্যান্ড হিসেবে পোকোর আর কোনো ফোন আসছেনা। শাওমি থেকে পোকো আলাদা হওয়ার কারণে পোকো এবং শাওমি এখন দুটো আলাদা আলাদা ব্র্যান্ড কিন্তু একই কোম্পানি। ২০১৮ সালে অপোর সাবব্র্যান্ড লঞ্চ হয়েছিলো ‘রিয়েলমি’। কিন্তু বর্তমানে রিয়েলমির কথা বললে কেউ আমরা আর অপ্পোর সাবব্র্যান্ড বলিনা রিয়েলমিকে। কারণ রিয়েলমি এখন স্বাধীন আর নিজস্ব ডিজাইনে লঞ্চ হচ্ছে।