গুগল ভিপিএন সার্ভিস চালু করছে ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : গুগলের সর্বাধিক ব্যবহৃত সার্ভিসগুলোর মধ্যে রয়েছে ইউটিউব, জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ম্যাপ সহ প্রভৃতি। এবার নিজেদের ডিজিটাল পরিষেবায় আরেকটি নতুন সার্ভিস যোগ করেছে গুগল। নিজেদের পোর্টফোলিওকে আরও বিস্তৃত করতে এবার ‘ভিপিএন সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছে গুগল।
গুগলের নতুন এই ভিপিএন সার্ভিসটি এনাবল করলে ব্যবহারকারীদের সকল ইন্টারনেট ট্র্যাফিককে এনক্রিপ্ট করবে। ওয়েব ব্রাউজিংয়ের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কিংবা হ্যাকারদের নজরদারি থেকে বাঁচতে পারবেন ইউজাররা। প্রাথমিকভাবে কয়েকটি দেশে গুগলের ভিপিএন সার্ভিস চালু করা হবে। আপাতত অ্যান্ড্রয়েডের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এই সার্ভিসটি। তবে গুগল জানিয়েছে খুব শীঘ্রই আইওএস, ম্যাক ও উইন্ডোজেও আসতে চলেছে ।
দ্য ভার্জ’কে দেওয়া এক সাক্ষাৎকারে গুগল জানিয়েছে, আপাতত অ্যান্ড্রয়েডে গুগল ওয়ান এর সাবস্ক্রিপশন নেয়া ব্যবহারকারীরা এই সেবাটি উপভোগ করতে পারবেন। গুগল ওয়ান হলো গুগলের একটি ক্লাউড সার্ভিস, যা ব্যবহারকারীদের ক্লাউড স্টোরেজ এক্সটেনশন হিসেবে কাজ করে। প্রাথমিকভাবে এই সার্ভিসে ১৫ জিবি স্টোরেজ ফ্রি থাকলেও এটি ২ টেরাবাইটেরও বেশি পর্যন্ত আপগ্রেড করার সুবিধা রয়েছে। গুগল ওয়ান এ গুগলের নতুন ভিপিএন সার্ভিসটি পেতে হলে কমপক্ষে ২ টেরাবাইট এর স্টোরেজ কিনতে হবে।গুগল ওয়ান এর ২ টেরাবাইট প্ল্যানটি ব্যবহারের জন্য মাসিক প্রায় ৮৪০ টাকা বা বাৎসরিক প্রায় ৮,৪০০ টাকা সাবস্ক্রিপশন কিনতে হবে গ্রাকদের। এই পরিষেবা গ্রহণ করলে Google Drive, Gmail, Google Photos এর স্টোরেজ বৃদ্ধির পাশাপাশি পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। অ্যাকাউন্টটি ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ারড হয় তবে সর্বোচ্চ ৫ জন ব্যবহারকারী বিনামুল্যে এই সেবা নিতে পারবেন।