পাহাড়ের উদ্দেশ্যে দিলীপ, সঙ্গে অর্জুন।
নিউজ বেঙ্গল 365, নিউজডেস্ক: পরিবর্তন যাত্রার উদ্বোধন করতে তিন বছর পরে আবার পাহাড়ে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালেই বাগডোগরা বিমানবন্দর থেকে দিলীপ ঘোষ রওনা হয়ে গিয়েছেন দার্জিলিঙের উদ্দেশ্যে। এবারের পাহাড় সফরে রাজ্য সভাপতির সঙ্গী ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। 2017 সালের পর প্রায় তিন বছরের ব্যাবধানে পাহাড়ে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মাঝের এই কয়েক বছরে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বেশ বদলে গেছে। সেই বছর পাহাড়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল দিলীপ ঘোষকে কার্যত শারীরিকভাবে হতে হয়েছিল তাঁকে। সেই ঘটনার কথা স্মরণ করে দিলীপ ঘোষ বলেন, ‘আবার পাহাড়ে যাচ্ছি। পরিবর্তনের কথা বলতে যাচ্ছি। আমি একমাত্র রাজনৈতিক নেতা সেই সময় পাহাড়ে গিয়েছিলাম। আবারও যাচ্ছি। মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। মানুষের দাবি-দাওয়া শুনি। সেই সময় আমার উপর গুন্ডা লেলিয়ে দেয়া হয়েছিল।’অভিষেক ব্যানার্জীর স্ত্রীকে সিবিআই-এর নোটিস প্রসঙ্গে এ দিন বাগডোগরা বিমানবন্দরে দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, ‘কয়লা কাণ্ডে ভাইপোর স্ত্রী এবং শ্যালিকার কাছে নোটিস গিয়েছে। আরও নোটিস গিয়েছে ববি হাকিমের মেয়ের কাছে। তারা তদন্তে সহযোগিতা করুক। তদন্ত করতে হবে। কান টানলে মাথাও আসতে পারে। দেখা যাক।’