বিষ্ণুপুর থেকে ওন্দা, বিজেপির পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষের ঢল।
নিউজ বেঙ্গল ৩৬৫, বাঁকুড়া : এবার সামনে বিধানসভা ভোট। গোটা রাজ্যের পাশাপাশি সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ওন্দা পর্যন্ত অনুষ্ঠিত হলো বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। প্রথমে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে মঞ্চ থেকে বক্তৃতা দেন বিজেপির হেভিওয়েট নেতা নেত্রীরা। বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তাতে দেখা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা ফুল ছুড়ে স্বাগত জানায়। বিষ্ণুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জির পুলিশ থেকে সিআইডি এক লক্ষ 86000 বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, একটা ছোট্ট ঘটনা হল এই মমতা ব্যানার্জি সিবিআই ডাকতে বলেন এবার মমতা ব্যানার্জি যদি সততার প্রতীক হয় তাহলে সিবিআইকে সিবিআই-এর কাজ করতে দেবেন।’ এছাড়াও তিনি বলেন, ‘তৃণমূল বিজেপির পার্টি অফিস দখল করার চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় পুড়িয়ে দিয়েছে, এটা তাদের সংস্কৃতি, আমরা যদি মনে করি দুই মিনিটে এখন তাদের সবকিছু গুরিয়ে দিতে পারি কিন্তু আমরা তা করবো না। মানুষ তার জবাব দেবে।’ এছাড়াও বাঁকুড়ার ওন্দায় বিজেপির যুব মোর্চার সভাপতি অর্থাৎ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি আমার বাড়িতে হামলা করেছিলে, এখন তোমার বাড়িতে সিবিআই। এবার কি হবে?’ এছাড়া তিনি দাবি করেন তৃণমূলের নেতারা এখন তাকে ফোন করে বলছেন আমাকে টিকিট দেবে তাহলে আমি বিজেপিতে যাব। তৃণমূল দলটা এবার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এছাড়াও তিনি ওন্দা বিধানসভা এসে প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে প্রতিটা বাড়িতে বাড়িতে কাজ হবে, বাঁকুড়া জেলায় শিল্প হবে, ওন্দা বিধানসভায় শিল্প হবে। এছাড়া এখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ফঞ্জন সিংহ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহ-সভাপতি অর্থাৎ ওন্দা বিধানসভার দাপুটে বিজেপি নেতা অমরনাথ শাখা।