লরি ও ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক।
নিউজ বেঙ্গল ৩৬৫,বাঁকুড়াঃ লরি ও ইনোভা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক জনের। গুরুতর আহত ৬ জন। সোমবার বাঁকুড়ার ওন্দা থানা এলাকার কালীসেনের ঘটনা। স্থানীয় সূত্রে এদিন সাত সকালে শুনুকপাহাড়ি হাটে যাওয়ার পথে ঐ ইনোভা গাড়িটির সঙ্গে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে অন্যদিক দিক থেকে আসা ঐ লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতোটাই ছিল যে ঐ ইনোভা গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ। স্থানীয়দের চেষ্টায় পুলিশ আহতদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা বলে একটি সূত্র মারফৎ পাওয়া খবরে জানা গেছে। দূর্ঘটনার জেরে ব্যস্তততম ৬০ নম্বর জাতীয় সড়কে সাময়িক যানচলাচল ব্যহত হয়। পুলিশের পক্ষ থেকে দূর্ঘটনাগ্রস্ত লরি ও ইনোভা গাড়িটি সরিয়ে নিলে যানচলাচল স্ব্ভাবিক হয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।