জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রথযাত্রা করলে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে না : কানাইলাল আগারওয়াল।
নিউজ বেঙ্গল ৩৬৫,ইসলামপুর : এলাকার উন্নয়ন না করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে রথযাত্রা করলে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে না। উন্নয়নের জন্য চাই আন্দোলন। আন্দোলন ছাড়া কিছু হয়না। বিজেপির একের পর এক রথযাত্রা দিয়ে সাধারণ মানুষের কোন উপকার হবে না। সোমবার শহরজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি চলাকালীন স্থানীয় বাস টার্মিনাস এলাকায় “বাংলার মেয়েকে চাই” স্লোগান শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই বলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগারওয়াল। তিনি বলেন, বিজেপি ভুল স্বপ্ন দেখাচ্ছেন মানুষকে। তারা বাংলার ইতিহাস-ঐতিহ্য কিছুই জানেন না। কেন্দ্রে বিজেপি জায়গা পেয়েছে বলে তারা ধরাকে সরা জ্ঞান করছেন। কিন্তু রাজনীতির ধর্ম থাকলেও ধর্মের নামে রাজনীতি হয় না বলেও মন্তব্য করেন তিনি। সোমবার স্থানীয় বাস টার্মিনাসে আয়োজিত “বাংলার মেয়েকে চাই” এই স্লোগান বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসলামপুর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মীসভায় সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান জেলা সভাপতি। তিনি বলেন, এর আগের নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় তারা তাদের ক্ষমতা দেখিয়েছেন। এবার জেলার নটি বিধানসভা আসনেই তারা জয়লাভ করবেন বলে জানান তিনি। এদিন ওই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক ও টাউন সভাপতি যথাক্রমে জাকির হোসেন ও মানিক দত্ত ,ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার সহ অন্যান্যরা।