আগুন পোহাতে গিয়ে, কাপড়ে আগুন ধরে মৃত্যু হলো গৃহবধূর
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,নদীয়া প্রতিনিধি : আগুন পোহাতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি শান্তিপুর পৌরসভা এলাকার 16 নম্বর ওয়ার্ডের চর সারাগর গোবার চর এলাকার। পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যাকালীন 51 বছর বয়সী সুচিত্রা সরকার তার মেয়ের নাতনি হওয়ার কারণে নিয়ম অনুযায়ী বাড়ির পাশে পড়ে থাকা কিছু জঞ্জাল ধরিয়ে আগুন তাপাছিলেন। হঠাৎই অসাবধানতাবশত আগুন ধরে যায় তার নিচের অংশে। ঘটনাস্থলেই অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই মহিলা। এরপর পরিবারের লোক জনেরা তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। তবে পরিবারের দাবি আগুন লেগেয় মৃত্যু হয়েছে ওই মহিলার। তবে সাধারণ মানুষের প্রশ্ন এর পেছনের রয়েছে অন্য কোন রহস্য নাকি আগুনে পুড়ে মৃত্যু হল সমস্ত টাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।