রাজ্য
অযোধ্যায় রাম মন্দির নির্মাণে নদীয়ার শ্রীনিবাসের পক্ষ থেকে অর্থ সংগ্রহ সভা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া প্রতিনিধি : শ্রী রাম জন্ম ভাবি নিধি ( অর্থ ) সংগ্রহ অভিযান । অযধ্যা রাম জন্ম ভূমিতে শ্রী রামের মন্দির নির্মাণের অর্থ সংগ্রহে নিধি অর্থ সমর্পণ অভিযান সমিতির নদীয়া জেলার পক্ষ থেকে নদিয়ার শিবনিবাসে বহু পুরনো রাম মন্দির এলাকায় অর্থ সংগ্রহের এক সভা করলেন এই সভায় প্রায় এক লক্ষ টাকা বিভিন্ন স্তরের ব্যক্তিরা অর্থ দান করলেন মন্দির নির্মাণে।