রাজ্য
মেলা মাঠে আগুনে পুড়ে পাঁচটি বাড়ি ছাই
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ইসলামপুর : ইসলামপুরের মেলা মাঠে আগুনে পুড়ে পাঁচটি বাড়ি ছাই হয়ে গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি তে আগুন নেভানোর কাজে হাত দেওয়ার পাশাপাশি দমকল কে খবর দেয় ইসলামপুর ফায়ার বিগেট থেকে থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। যাদের বাড়ি ছাই হয়েছে তারা কেউ বলতে পারতেছে না কি কি কারণে আগুন লাগল তাদের এই আগুনে জিনিসপত্র সমেত তাদের টাকা ও বিভিন্ন গহনা পুড়ে ছাই হয়ে গেছে।এদিকে দমকল থেকে জানানো হয়েছে আগুন হয়তো শর্ট সার্কিটে কারণে লেগেছে তবে ঘটনার তদন্ত করার পরে অস্পষ্ট ভাবে বুঝা যাবে কি আগুন কি কারনে লেগেছিল।