শাসক দলের প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে শোকজ প্রধানের স্বামীকে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ইসলামপুর: শাসক দলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ওই দলের কর্মী ও নেতৃত্বরা অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার পর প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিল ব্লক সভাপতি জাকির হোসেন। ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে সম্প্রতি এমন অভিযোগকে ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব নূর আলম জানিয়েছেন, ‘পন্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজি বেগমের স্বামী তথা প্রতিনিধি রশিদ আলম এর বিরুদ্ধে তাদের কোটি কোটি টাকার অভিযোগ রয়েছে। একশো দিনের কাজ সহ নানান সরকারি উন্নয়নমূলক প্রকল্পের টাকা রীতিমতন নয়ছয় করেছেন তিনি। ফলে এলাকায় উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে। বিষয়টি তারা স্থানীয় প্রশাসনকে শতাধিকবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে তারা দলীয় কার্যালয়ে লাগাতার অবস্থান ধর্ণায় বসেছিলেন।’ তিনি বলেন, ‘ওই প্রধান এর স্বামীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সভাপতি ও জেলা সভাপতি যথাক্রমে জাকির হোসেন ও কানাইলাল আগরওয়াল এর উপর তাদের ভরসা রয়েছে এবং কোনো দুর্নীতি ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। তবে তা না হলে তারা আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।’ যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রধান এর প্রতিনিধি তথা স্বামী রশিদ আলম জানিয়েছেন, ‘পার্টির একটি চিঠি তিনি পেয়েছেন। তবে যারা অভিযোগ করছেন তারা বারবার কাজে বাধা দিচ্ছেন। হাজার হাজার মানুষের মধ্যে দশজনের অভিযোগে তার কোনো যায় আসে না।’ তবে তিনি একটি চিঠি পেয়েছেন ও তার জবাব তিনি দেবেন বলেও জানিয়েছেন।