সরকারি বঞ্চনার প্রতিবাদে কালিয়াগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, কালিয়াগঞ্জ : সরকারি বঞ্চনার প্রতিবাদে কালিয়াগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে মহিলাদের এই বিক্ষোভের ঘটনায় থমকে গেল রাজ্য সড়কে যান চলাচল। পুলিশি হস্তক্ষেপ প্রায় ১ ঘন্টা বাদে এই পথ অবরোধ উঠে যায়। ভূমিপুত্র রক্ষা কমিটির ব্যানারে “আমরা সর্বহারা স্বনির্ভর গ্রুপ” নামে একদল মহিলা এদিন দুপুর রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের বিবেকানন্দ মোড়ে এই পথ অবরোধ শুরু হয়। মহিলাদের এই অবরোধে নেতৃত্ব দেন ভূমিপুত্র রক্ষা কমিটি। পথ অবরোধে সামিল মহিলাদের অভিযোগ সরকারি উদ্যোগে আমরা স্বনির্ভর গোষ্ঠী গড়েছি। কর্মসংস্হানের জন্য প্রশিক্ষণ সহ নানা সরকারি সুযোগ সুবিধা পাব, এমনি প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে কোন প্রশিক্ষণ বা সরকারি সুবিধা, কোনটাই পাইনি। দলের সম্পাদিকা বদলের জন্য গত ৫ বছর ধরে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন থেকে জেলা পর্যন্ত আবেদন নিবেদন করলেও কোন ফল মেলেনি। আজ নয় কাল, বলে শুধু তাদের ঘোরাচ্ছে ব্লক প্রশাসন। প্রশাসনিক এই বঞ্চনার প্রতিবাদে আমাদের রাস্তা অবরোধ করতে হয়েছে বলেন মানদা রায়, স্বপ্না সরকারের মতো মহিলারা। ভূমিপুত্র রক্ষা কমিটির অরাজনৈতিক ব্যানারে এদিন কালিয়াগঞ্জ শহরে এই পথ অবরোধ শুরু হলে ছুটে আসে পুলিশ। অবরোধ তুলতে কালিয়াগঞ্জ থানার মেজবাবু পিনাকী সরকার দফায় দফায় আলোচনা করেন মহিলাদের সঙ্গে। ব্লক প্রশাসনের বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে কালিয়াগঞ্জের বিডিও’র সঙ্গে ফোনে কথা বলে পুলিশ আন্দোলনকারীদের আশ্বস্ত করে অভিযোগের প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ নেবে প্রশাসন। এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রামীন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা।