পুর প্রশাসক শচীন সিংহরায়কে সম্বর্ধনা দিল ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, কালিয়াগঞ্জ : কালিয়াগঞ্জের নতুন পুর প্রশাসক শচীন সিংহরায়কে সম্বর্ধনা দিল ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি। বুধবার বিকেল ৪ টায় এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান হয়। কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির সভাপতি কানাই শেঠের নেতৃত্বে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সমিতির সম্পাদক সন্দীপ ধর, সহ সভাপতি ডাঃ চিন্ময় দেবগুপ্ত, কোষাধ্যক্ষ উৎপল সেন, শান্তনু চক্রবর্তী, নরেন্দ্রনাথ দাস, অনিল দেবশর্মা, তপন চক্রবর্তী প্রমুখ। কালিয়াগঞ্জ শহরের উন্নয়নে নতুন পুর প্রশাসক আন্তরিক ভাবে নিজের দায়বদ্ধতা পালন করবেন এই প্রত্যাশা রেখে মানপত্র তুলে দেওয়া হয় শচীন সিংহরায়ের হাতে। সৌজন্যেমূলক আলোচনায় নতুন পুর প্রশাসক কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতিকে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে শহরের উন্নয়ন চলবে আগের মতোই।