বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে মৈত্রী সাইকেল র্যালি এসে পৌঁছেছে নদীয়ায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,নদীয়া প্রতিনিধি : বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি মৈত্রী সাইকেল র্যালি। ১২ জন বিএসএফ জওয়ান ওই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা থেকে শুরু হয় ওই সাইকেল র্যালি। মঙ্গলবার সেই র্যালি এসে পৌঁছায় কৃষ্ণগঞ্জ ব্লকের টুঙ্গি বর্ডার এলাকায়। ৫৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। ওই ১২ জন বিএসএফ জওয়ান উত্তর-পূর্ব ভারতের ৬ টি রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে ৬৬ দিন সাইকেল চালিয়ে মিজোরামে পৌঁছাবেন। এদিন টুঙ্গি বর্ডার আউটপোস্টে বাংলাদেশের সীমান্তরক্ষীদের সঙ্গে বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয় বাংলাদেশের বিজেবি ও ভারতের বিএসএফ উভয়ে মিলে সাইকেল র্যালি অংশগ্রহণকারী জওয়ানদের সম্বর্ধনা দেন এবং উপস্থিত ছিলেন খুদে পড়ুয়াদের দল , সকলে জাতীয় পতাকা নাড়িয়েও পুষ্প বৃষ্টির মাধ্যমে বিএসএফ জওয়ানদের স্বাগত জানান। বিএসএফের কৃষ্ণনগর সেক্টর হেডের ডিআইজি পি কে আনন্দ জানিয়েছেন,’ বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হচ্ছে। আমরা এখানে তা উদযাপন করছি। সেই উপলক্ষে এবং বাংলাদেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বিএসএফের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে মৈত্রী সাইকেল র্যালি। মূলত ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে পৌঁছে ওইসব এলাকার মানুষদের মধ্যে ড্রাগের কুপ্রভাব, চোরাচালান সম্পর্কে সতর্কতা এবং এবং ওইসব এলাকার মানুষদের সুরক্ষার বার্তা পৌঁছে দিতেই এই সাইকেল র্যালির উদ্দেশ্য ।