ছাত্র ও যুব সম্প্রদায়ের মধ্যে বিবেক ভাবনাকে জাগ্রত করতে কর্মসূচি নিল ইসলামপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, ইসলামপুর: ছাত্র ও যুব সম্প্রদায়ের মধ্যে বিবেক ভাবনাকে জাগ্রত করতে একাধিক কর্মসূচি নিল ইসলামপুর শ্রীরামকৃষ্ণ আশ্রম।মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে উদ্বোধনী সংগীতে অংশ নেন সঞ্জীব বাগচী। অর্গান বাজিয়ে আনন্দোলোকে মঙ্গলালোকে শোনায় আয়ুশী দাস।সংগীতে সুচিস্মিতা মহুমদারের পরিবেশনা ছিল বেশ সুন্দর।ইসলামপুর কালচারাল সোসাইটির সমবেত সংগীতও ছিল অসাধারণ। এদিন বিবেকানন্দ কেন্দ্রিক আলোচনায় অংশ নেন ছাত্র ও যুবদের মধ্যে শুভদীপ বিশ্বাস,সুমন বিশ্বাস,অদ্রিজা দাস,শিলিন্দ্রা বিশ্বাস ও অনিরুদ্ধ বোস। একক নৃত্যে পূর্বা সিনহা,সম্রাজ্ঞী সরকার মাতিয়ে দেন সবাইকে।সমবেত নৃত্যে রুচিস্মিতা ঠাকুর,গুনগুন জসওয়াল ও নটরাজ নৃত্য মন্দিরের শিল্পীরা বেশ নান্দনিক।নির্দেশনায় যথাক্রমে প্রিয়াঙ্কা মজুমদার ও দেবশ্রী সাহা।সমাপ্তি সংগীতে অসাধারণ সুরেলা ছাপ রেখে যান ধ্রুবজ্যোতি মজুমদার। বিবেকানন্দের ছবি এঁকে বিবেক ভাবনায় সকলকে অনুপ্রাণিত করেন অদ্রিজা দাস ও জপি পাল। যন্ত্রানুসঙ্গে ছিলেন ইন্দ্রনীল রায়,শেখর কর্মকার,সৌজাত্য মজুমদার,শৌনক মজুমদার, অরুণাভ চক্রবর্তী ও প্রদীপ্ত কর্মকার। আশ্রমের সম্পাদক শীর্ষেন্দু মজুমদার জানান, মূলত ছাত্র ও যুব সমাজের মধ্যে বিবেক ভাবনাকে জাগ্রত করতেই প্রতি বছরের মতো এবছরও এই উদ্যোগ।আলোচনা চক্রে অংশগ্রহণ কারীদের পুরুস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের অন্যতম কর্মকর্তা ডাঃ আশীষ দাশগুপ্ত,ইসলামপুর থানার আইসি শমীক চ্যাটার্জী,আশ্রমের সহ সভাপতি পঙ্কজ দাস,যাদব আইচ,বুলু দত্ত,তাপস চক্রবর্তী, বিকাশ মোদক,অভিজিৎ বণিক ও কমলেন্দু মজুমদার প্রমুখ।