টিকা ফ্রিতে আসছে, আমফানের চাল চুরির মতো যেন টিকা না চুরি হয়ে যায় : বাবুল সুপ্রিয়।
নিউজ বেঙ্গল 365, নিউজডেস্ক: মঙ্গলবার দুপুরে পুণের সেরাম ইন্সটিটিউট থেকে বিশেষ বিমানে কলকাতায় এসে পৌঁছলো প্রায় সাত লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন-এর ডোজ। বিমানবন্দরে নামার পরই বাগবাজারে কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরের উদ্দেশ্যে রওনা হয় কোভিশিল্ড। রাজ্যের সব জেলায় আজ থেকেই বন্টনের কাজ শুরু হয়ে যায়। টিকাকরণের গোটা প্রক্রিয়া নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে কৌতুহল ও উন্মাদনার অন্ত নেই। সাধারণ মানুষের এই উন্মাদনার মধ্যেই বোমা ফাটালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার এই ভ্যাকসিন সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে পারবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর রাজ্য সরকারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবে। এই টিকা বিনা মূল্যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে। রাজ্য সরকারের দায়িত্ব এই টিকা বন্টন ঠিকমতো হচ্ছে কিনা দেখা।’ তিনি কটাক্ষ করে বলেন, ‘টিকা ফ্রিতে আসছে, আমফানের চাল চুরির মতো যেন টিকা না চুরি হয়ে যায়।’ আসানসোলের সাংসদ আরো বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে ফ্রীতে ভ্যাকসিন দেবেন। গল্প না করে আমফানের চালচুরির মতো তাঁর দলের হাতে টিকা যেন গল্প না হয়ে যায় সেটা যেন মুখ্যমন্ত্রী দেখেন।’