অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগকে ঘিরে ইসলামপুর হাইস্কুলে সোমবার বিক্ষোভ ছাত্রদের।।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উঃ দিনাজপুর : কোভিড সংক্রমনের মুহূর্তে ইসলামপুর হাইস্কুলে পরিযায়ী শ্রমিক থাকার সময় যে বেঞ্চ ভেঙেছিল তার মাশুল গুনতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। পড়ুয়াদের কাছ থেকে ওই বেঞ্চের জন্য অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগকে ঘিরে সোমবার বিক্ষোভ ছাত্রদের। অভিযোগ, ইসলামপুর হাই স্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে। অথচ সরকারি ভাবে রেজিস্ট্রেশন ফি একশ পঁয়ষট্টি টাকা। অন্যান্য স্কুলেও যখন পড়ুয়াদের কাছ থেকে এই সংকটের মুহূর্তে অনেক কম ফি নেওয়া হচ্ছে তখন ইসলামপুর হাই স্কুল পড়ুয়াদের কাছ থেকে দ্বিগুণেরও বেশি ফি নেওয়ার বিষয়টিকে ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সলিমুদ্দিন আহমেদ জানিয়েছেন,বেঞ্চ তৈরীর জন্য অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল। তবে কেউ যদি বেঞ্চের জন্য ওই ফি দিতে না চায় তবে আবেদন জানালে তা ফেরত দেওয়া হবে। তিনি বলেন পরিযায়ী শ্রমিক থাকার সময় সেখানে বেঞ্চ ভাঙচুর হয়েছে। তাই বেঞ্চের জন্য তিনশ টাকা করে নেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে এবং ছাত্ররা তাতে রাজিও হয়েছিল। অন্যদিকে সিপিআইএম এর ছাত্রসংগঠনও এসএফআইও বিক্ষোভ দেখায় এদিন। তাদের দাবি অবিলম্বে অধিক ফি নেওয়া বন্ধ করতে হবে। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন বাবদ ফি বেশি নিচ্ছে । এই অভিযোগে এস এফ আই প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।এর পাশাপাশি পড়ুয়ারা একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কিছুক্ষণের জন্য বিক্ষোভ দেখায়। এরপর ইসলামপুর থানার পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। পরে প্রধান শিক্ষক ফি কমানোর আশ্বাস দেওয়ার পরে ছাত্রদের বিক্ষোভ শান্ত হয়।