প্রদীপ প্রজ্জ্বলিত করে সবলা মেলার সূভ সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি কবিতা বর্মণ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উঃ দিনাজপুর : স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের উৎসাহতা দিতে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা প্রাশাসনের সহযোগিতায় চার দিন ব্যাপী উত্তর দিনাজপুর সবলা মেলার সূভ উদ্ধোধন হলো হেমতাবাদ ব্লকের থানা প্রাঙ্গনে। বর্ণাঢ্য সোভাযাত্রার মাধ্যে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলিত করে সবলা মেলার সূভ সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি কবিতা বর্মণ,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতরের আধিকারিক রানা দেবদাস,হেমতাবাদের বিডিও পৃথ্বিস দাস,হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়,জেলা অয়াধিকারিক স্বনির্ভর গোষ্ঠীর ও স্বনিযুক্তি অয়াধিকারিক দুলেন রায়,জেলা পরিষদের কর্মদক্ষ্য পম্পাপাল সহ অন্যান্যরা।এই মেলা ১৪ ই জানুয়ারী পর্যন্ত চলবে।এই বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা নিজেদের হাতের কাজের পসরা সাজিয়ে বসেছে।মেলার পাশাপাশি চার দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান।মেলার প্রথম দিন থেকেই মেলা প্রাঙ্গনে ভিড় জমাতে শুরু করেছে সরকারি করোনা বিধি মেনে।