পুলিশ কর্মীদের ফিজিক্যাল ফিটনেস বজায় রাখতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উত্তর দিনাজপুর : পুলিশ কর্মীদের সুস্থ রাখতে ও সব সময় ফিজিক্যাল ফিটনেস বজায় রাখার বিষয়কে সামনে রেখে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন,তা দ্বিতীয়দিনে রীতিমতো জমজমাট। রবিবার দৌড়ের পাশাপাশি দড়ি টানাটানি, সাইকেল রেস , চেন রান সহ একাধিক ইভেন্টে পুলিশ জেলার শতাধিক পুলিশকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এক প্রতিযোগিতায় বিগত বছরের মতো এ বছরও পুলিশ কর্মীদের মধ্যে ক্রীড়া চর্চার বিষয়ে উৎসাহ প্রদান করতে সাড়ম্বরে এই কর্মসূচী পালিত হল ।এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পুলিশের আইজি। বিশাল গর্গ, শিলিগুড়ির সিপি দেবেন্দ্র প্রকাশ সিং, দার্জিলিং রেঞ্জের ডিআইজি পি.জাভালগী ,মালদহের এসপি অলোক রাজোরিয়া, শিলিগুড়ির এসটিএফের এসপি অমরনাথ কে প্রমূখ। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানান, দুই দিনব্যাপী অনুষ্ঠিত হলো তাদের পুলিশ জেলার অ্যানুয়াল স্পোর্টস মিট।