বেলিয়াতোড় ডাকবাংলো মোড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালন করল তৃণমূল কর্মীরা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,বাঁকুড়াঃ গোটা রাজ্য জুড়ে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস হিসেবে পালন করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । সেমতই আজ বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের ডাকবাংলো মোরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালন করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা । প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আজ একটি মিছিল করা হয় এবং মিছিল শেষে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কালি প্রসাদ মুখোপাধ্যায় । জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় সহিত তারা পালন করা হয় । আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা , বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ , বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক কালিদাস মুখোপাধ্যায় ও সুখেন বিদ সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কালিদাস মুখোপাধ্যায় বলেন , তৃণমূল কংগ্রেসকে শেষ করা অত সহজ নয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে আছে । বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন 2021 এর পর হেরে গেলে আপনারা গুজরাটে চলে যাবেন ।