একই শহরে তৃণমূল কংগ্রেসের দুই নেতার পৃথক পৃথক প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, ইসলামপুর : তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ইসলামপুর শহরে উদযাপিত হলো দুই তরফে। অর্থাৎ ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামীদের নিয়ে বাস টার্মিনাসে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মীসভা সহ ছিল বিভিন্ন কর্মসূচি। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল এর উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন সহ ছিল শহরজুড়ে মিছিল ও অন্যান্য কর্মসূচি। প্রতিষ্ঠা দিবসের দিন ফের দুই নেতার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র ফুটে উঠল ইসলামপুরে।বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন, প্রতিষ্ঠা দিবসে তাঁর প্রার্থনা ,তাদের দল দীর্ঘজীবী হোক। তৃণমূল সুপ্রিমোর উদ্যোগে রাজ্যের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে ইসলামপুরে মিছিলের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনের বার্তা দিলেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে মিছিলে শহর পরিক্রমায় অংশ নেন তিনি। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে নিজের এলাকা সহ রাজ্যে বিশাল ভোটের ব্যবধানে ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। তার জন্য তাদের লড়াই অব্যাহত থাকবে। এদিন মাটিকুণ্ডা এক গ্রাম পঞ্চায়েত ও আগ ডিমটি খন্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় অঞ্চল কমিটির পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়।