তৃণমূল কংগ্রেসের ২৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উত্তর দিনাজপুর : তৃণমূল কংগ্রেসের ২৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। ঘড়িতে রাত ১২ টা বাজতেই কালিয়াগঞ্জের তরঙ্গপুরে দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের দলীয় পতাকা ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে তৃণমূলের ২৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপণ দেবসিংহ, জেলা পরিষদের কো- মেন্টর অসীম ঘোষ,ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, সহসভাপতি রাজু ঘোষ,বাপ্পা সরকার সহ অন্যান্যরা।উপস্থিত সকলে জন নেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় ১৯৯৮ সালে তৃণমূল দলকে প্রতিষ্ঠা করার পর সব ধরনের বাধা অতিক্রম করে বাংলা এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে রাজ্যের মানুষের আশির্বাদ নিয়ে দু দু বার মূখ্যমন্ত্রী হয়েছে।সামনে কঠিন লড়াই যেভাবে বিজেপি চারা দিয়ে উঠেছে সেখানে দাঁড়িয়ে রাজ্যের মানুষদের উন্নয়নের জন্য তৃণমূল বারের জন্য মূখ্যমন্ত্রী হবেন জননেত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় বলে জানান বিধায়ক তপণ দেবসিংহ ও জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ।