রাজ্য
বড়জোড়া ব্লক তৃণমূলের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : বড়জোড়া ব্লক তৃণমূলের উদ্যোগে বড়জোড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো, পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রায় ও সঙ্গীত অনুষ্ঠানের মাধ্যমে । পুরোনো কর্মী নেতৃত্ব লোকশিল্পী ও ৩০০ দুঃস্থ নরনারীদের সম্বর্ধিত করা হয় শাল দিয়ে এবং বড়জোড়া হাসপাতালে সমস্ত রুগীদের ফল বিতরণ করা হয় উপস্থিত বড়জোড়া প্রাক্তন বিধায়ক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সুখেন বিদ বিষ্ণুপুর জেলা সাংগঠনিক যুব সভাপতি অর্চিতা বিদ জেলা পরিষদের টিঙ্কু মণ্ডল পঞ্চায়েত সমিতির জহর ব্যানার্জি বড়জোড়া ব্লক সভাপতি অরূপ মুখার্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান সহ নেতৃত্ব।