শ্রমিকদের পরিষেবা সহ বিভিন্ন দাবিতে সরব হলেন নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটেকার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ইসলামপুর: চা বাগান নিয়ে যা শুনেছি তাতে শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে যায়।চা বাগান গুলিতে চিকিৎসার ব্যবস্থা নেই,স্কুল এর ব্যবস্থা নেই এবং নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। বুধবার বিকেলে চোপড়া স্কুল মাঠে এক জনসভায় যোগ দিতে এসে এমনই বলেন রাজ্য সফরে আসা নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী তথা এন,এ,পি, এম, এর কনভেনর এবং বিশিষ্ট সমাজসেবী মেধা পাটকর। তিনি বলেন,জাতীয় সড়কে ওভারলোড হয়ে গাড়ি চলাচল করায় রাস্তা খারাপ হচ্ছে। একই রকম ভাবে নদীও নষ্ট হচ্ছে। তাই এবার এর বিরুদ্ধে আওয়াজ তুলতে বলেন সকলকে। ২৮শে জানুয়ারী থেকে ৩০শে জানুয়ারী কৃষি কানুন, শ্রম আইন, সি,এ,এ, সহ বিভিন্ন ইস্যুতে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন এন এ পি এম এর কেন্দ্রীয় আহ্বায়ক তথা ট্রান্সফার্ড এরিয়া অফ সূর্যাপুর অর্গানাইজেশন এর মুখপাত্র পাশারুল আলম।