বিশ্ব শান্তিকে সামনে রেখে গীর্জা ঘরের সামনে সাহিত্য আসর ও সেতু সাহিত্য পত্রিকা প্রকাশ ইসলামপুরে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, ইসলামপুর: সেতু সাহিত্য পত্রিকা আয়োজিত বিশ্ব শান্তির বার্তাকে সামনে রেখে শান্তির জন্য কবিতা পাঠচক্র অনুষ্ঠিত হলো গীর্জা ঘরের সামনে। বুধবার বিকেলে এই পর্বের অন্যতম সংযোজন ছিল দুই দশকে পা দিয়ে সেতু সাহিত্য পত্রিকার মহামারী সংখ্যার আত্ন প্রকাশ।স্বপ্ন উড়ানের সমবেত নৃত্য দিয়ে শুরু এদিনের অনুষ্ঠান। অণু কবিতায় অংশ নেন অভিজিৎ আচার্য,ভবেশ দাস,দ্বিজেন পোদ্দার,কথিকা সিনহা,পূর্ণ দাস,মনোনীতা চক্রবর্তী, গীতাঞ্জলি কুন্ডু,মিলি ভৌমিক,মঞ্জরী পাল ধর,পারমিতা ভট্টাচার্য,নিশিকান্ত সিনহা,শিপ্রা রায়,অন্তিম গুহ ।ইংরেজি কবিতা পাঠে ছিলেন সর্বাশীষ পাল।হাস্য রসাত্মক সংলাপে উত্তম সরকার,মনি শংকর দাস ও গীতাঞ্জলি কুন্ডু হাসির ফুলঝুরিতে ভরিয়ে দেন ওই আসর।আলোচনায় ছিলেন সুদীপ্ত ভৌমিক ,জয় প্রকাশ দাস,ও চৈতালি পাল।শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামপুর থানার আইসি শমীক চ্যাটার্জী।গানে ছিলেন অর্পিতা দত্ত, সঞ্জীব বাগচী ও প্রিয়ম দাস।হাস্য রসাত্মক ছড়া পরিবেশন করেন কর্ণ দেব রায়।এদিনের অনুষ্ঠানের সভ্যামুখ্য ছিলেন নিশিকান্ত সিনহা।