রাজ্য
নদীয়ার পর্যটন কেন্দ্রগুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন সাংসদ জগন্নাথ সরকার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : নদীয়ার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার , নদীয়ার পর্যটনকেন্দ্র গুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন। সাংসদ বলেছেন নবদ্বীপ, মায়াপুর এবং শান্তিপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তা নিয়ে একটি বিস্তারিত প্রকল্পের প্রতিবেদনসহ চিঠিটি কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে তিনি দিয়েছেন। মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল সাংসদকে আশ্বস্ত করেছেন এবং বিষয়টি বিবেচনার জন্য আশ্বাস দিয়েছেন।