রাজ্য
এসএফআই – র সুবর্ণজয়ন্তীর উপলক্ষে ইসলামপুরে একটি শোভাযাত্রা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উত্তর দিনাজপুর : এসএফআই – র সুবর্ণজয়ন্তীর উপলক্ষে ইসলামপুর একটি শোভাযাত্রা বের করা হয়। এদিনে শোভাযাত্রা ইসলামপুর জাতীয় সড়ক হয় শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে । এই মিছিলে ছাত্র-ছাত্রী যুবক-যুবতী ছাড়া প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং সিপিআইএম নেতা নেতৃত্ব গ্রহণ করে থাকেন। 50 বছর পূর্তি কে উৎসবের মতন এসএফআই কর্মী নেতারা উদযাপন করেছেন। এই মিছিলে সাফাই কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস উদ্দীপনা দেখা গেল চোখ পড়ারমতন। সিপিআইএমের জেলা নেতা স্বপন নিয়োগী অংশগ্রহণ করেছিলেন।এসএফআই নেতৃত্বরা জানিয়েছে এই ধরনের মিছিল ইসলামপুরের চারটি পৌরসভা এলাকায় বের করা হয়েছিল। ৫০ বছর পূর্তি হওয়াতে তারা খুশি।