রাজ্য
কাঁথি পৌর প্রশাসকের পদ থেকে অপসারিত সৌমেন্দু অধিকারী।
নিউজ বেঙ্গল 365, নিউজডেস্ক: এবার সরাসরি অধিকারী পরিবারের বিরুদ্ধে আক্রমণাত্মক রাস্তায় হাঁটলো তৃণমূল কংগ্রেস। অপসারণ করা হলে অধিকারী বাড়ির ছোট ছেলে সৌমেন্দুকে কাঁথির পৌর প্রশাসকের পদ থেকে। তাঁর জায়গায় বসানো হলো সিদ্ধার্থ মাইতিকে। সৌমেন্দুর অপসারণের খবর পেয়ে তাঁর দাদা সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি আর কাঁথি পুরভবনে বসবেন না। যদিও শুভেন্দু অধিকারীর এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।