ইসলামপুরের কমলাপুর বাবুপাড়া এলাকায় গাড়ি ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উত্তর দিনাজপুর : ইসলামপুরের কমলাপুর বাবুপাড়া এলাকায় গাড়ি ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় । জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি গাড়ি করে যাওয়ার পথে সেই গাড়ি ছিনতাইয়ের চেষ্টা চালায় দুই দুষ্কৃতী। অভিযোগ রিয়াজুল ইসলাম ওরফে টুটুল নামে ওই চালককে গাড়ির ভেতরেই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা ওই গাড়ি ভাড়া করেছিল বলে অভিযোগ। তবে গাড়ি নিয়ে পালানোর সময় ইসলামপুরের বাবুপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের ধরে ফেলে। ফজলু ও জয়নাল নামক দুই দুস্কৃতিকে ইসলামপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বাসিন্দারা। এদিকে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত দুই জনকে আটক করে পুলিশ তদন্ত শুরু করেছে।