রাজ্য
ন্যাশনালিষ্ট কংগ্রেস পার্টি ২১শে বিধানসভা নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দেবে: প্রবোধ চন্দ্র সিংহ।
অংশুমান পান্ডা, নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, মেদিনীপুর : দুই মেদিনীপুর জেলা জুড়ে যখন রাজনীতি উত্তাল তখন মেদিনীপুরে আবার নতুন রাজনৈতিক দলের উত্থান হল। শারদ পাওয়ারের ন্যাশনালিষ্ট কংগ্রেস পার্টি, আর সেই পার্টি রাজ্যে নিয়ে এলেন বামফ্রন্টের প্রাক্তন আবগারি মন্ত্রী প্রবোধ চন্দ্র সিংহ। আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এনসিপি পূর্ব পশ্চিম মেদিনীপুর জুড়ে কর্মসূচি শুরু করে দিয়েছে। প্রবোধ বাবু বলেন, ‘টিএমসি এবং বিজেপি, এমন কি কোন রাজনৈতিক দলের অবস্থা ভালো নয়। তাই ন্যাশনালিষ্ট কংগ্রেস পার্টি ২১শের বিধানসভা নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দেবে।’ প্রবোধ বাবু আরও জানান, ‘এখন রাজনৈতিক দলগুলো শুধু এদিক আর ওদিক করছে, কাজের দিকে নজর নেই।’