দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বালিয়া আদিবাসী গ্ৰামে,” সাগুন সহরাই পরব ” উৎসব পালিত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,উওর দিনাজপুর : দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বালিয়া আদিবাসী গ্ৰামে,” সাগুন সহরাই পরব ” উৎসব রবিবার সকাল থেকেই এই অনুষ্ঠান শুরু হয় ,সারারাত ধরে আদিবাসী সমাজ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আদিবাসী ভাষা নৃত্য গান বাজনা মাদল বাজিয়ে গোটা গ্ৰাম পরিক্রমা করেন, সাগুন সহরাই পরব নিয়ে আনন্দিত আদিবাসী সমাজ সহ সকল ধর্মের মানুষ , করণদিঘী ব্লকের বালিয়া আদিবাসী গ্ৰামে এই অনুষ্টানে প্রতিবছর হয়, ২৫ ডিসেম্বর বড়দিন একদিন পড় থেকেই শুরু ৭ দিন ধরে চলবে অনুষ্টান , আদিবাসী নিত্য গান বাজনা ভাষা, করণদিঘী ব্লক সহ উওর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নৃত্য শিল্পীরা আসেন অনুষ্টানে , এদিন অনুষ্টানে উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম এ টি সেলের রাজ্য সভাপতি রবীন টুডু, ও ঝাড়গ্ৰাম ডিপি এস সি চেয়ারম্যান বীরবাহা সরেন, উওর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগর ওয়াল, করণদিঘী বিধায়ক মনোদেব সিনহা, সুভাষ গোস্বামী, গৌতম পাল, স্যমুয়েল মাডি, সহ আরো অনেকেই, এদিন ঝাড়গ্ৰাম এসটি সেলের রাজ্য সভাপতি রবীন টুডু অনুষ্টানে বলেন, রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদিবাসী সমাজ জন্য অনেক কাজ করছেন, প্রতিটি জেলায় আদিবাসী ভাষা স্কুল পড়াশোনা যাবতীয় খরচ বহন করছেন, কন্যাশ্রী ,রূপসী, খাদ্য সাথী, জয় জোহার সহ করোণা পরিস্থিতিতে ঝাড়গ্ৰাম সাথে গোটা রাজ্য খাদ্য চাল ডাল আলু তৈল বিনামূল্যে দিয়েছেন, শ্রমিকদের একশো দিন কাজ দিয়েছেন, তিনি এদিন বলেন কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী ও অমিত শাহ গোটা দেশের মানুষ দের বিপদের সম্মুখীন দাড়করিয়ে দিয়েছেন নোট বন্দী থেকে, কৃষি বিল আইন মোদী সরকার সব সরকারী সংস্থা বিক্রি করে দিচ্ছেন রোজগার নেই চাকরি দিচ্ছেন না, দিল্লিতে কৃষক বিক্ষোভ চলছে, কৃষকরা মারা যাচ্ছেন মোদী ও অমিত শাহ সেখানে না গিয়ে বাংলায় এসে বিভাজন গুন্ডামি রাজনীতি করছেন, ভয় দেখাচ্ছেন, রবীন টুডু বলেন আদিবাসী সমাজকে ভুল বুঝিয়ে তাদের উপর অত্যাচার শুরু করেছে বিজেপি শাসিত রাজ্য গুলোয়, আগামী ২০২১ ভোট পশ্চিমবঙ্গ সব আদিবাসী ভোট মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে তাকে বাংলার মুখ্যমন্ত্রী করতে হবে।