রাজ্য
প্রকাশ্য দিবালোকে এক সব্জি ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উত্তর দিনাজপুর : প্রকাশ্য দিবালোকে এক সব্জি ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যাপক মারধর করা হয় ওই ব্যবসায়ীকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের তিনপুল এলাকায়। এলাকার রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে ছিনতাইয়ের ঘটনার ভিডিও ধরা পড়েছে। গুরুতর জখম সব্জি ব্যবসায়ী বিশু মন্ডলকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।