রাজ্য
বদল হবে বদলাও হবে। পশ্চিমবঙ্গ কাশ্মীরের অঞ্চলে পরিণত হয়েছে : রাজু বন্দ্যোপাধ্যায়।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : নদিয়ার কল্যানীর শ্যামাপ্রসাদ ভবনে ভারতীয় কিষান মোর্চার উদ্দ্যোগে কিষান সমাবেশে এসে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বলেন, ” বদল হবে বদলাও হবে। পশ্চিমবঙ্গ কাশ্মীরের অঞ্চলে পরিণত হয়েছে।” তিনি আরো বলেন, ” ভোটের সময় তৃণমূল বুথে যাবেন হেঁটে ফিরবেন খাটে। তার দায় বিজেপি নেতাদের নয়। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন, বিজেপির যুব নেত্রী কাঞ্চনা মৈত্র, কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার সহ আরো অনেকে।