বঙ্গধ্বনী যাত্রায় তৃণমূল সরকারের উন্নয়নের বার্তা নিয়ে হাজির চোপড়ার বিধায়ক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উত্তর দিনাজপুর : চোপড়া ব্লকের দেবীঝোড়া চা বলয় এলাকায় বঙ্গধ্বনী যাত্রায় তৃণমূল সরকারের উন্নয়নের বার্তা নিয়ে হাজির চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন সাতসকালে তৃণমূল বিধায়ক ব্লক সভাপতি সহ এক ঝাঁক নেতৃত্ব মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের দেবীঝোরা চা বলয় এলাকায় হাজির হন। সেখানে একটি পথ সভায় তৃণমূল সরকারের 10 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। বিধায়ক হামিদুল রহমান বলেন চোপড়া বিধানসভায় গত সাত বছরে প্রায় 300 কোটি টাকার উন্নয়ন মূলক কাজ হয়েছে যার মধ্যে শুধু মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের 45 কোটি টাকার কাজ হয়েছে বেশ কয়েকটি নতুন রাস্তা রিপিয়ারিং কর্মতীর্থ মার্কেট কমপ্লেক্স সহ একাধিক কংক্রিট ঢালাই রাস্তার কাজ হয়েছে যা অন্য কোন পঞ্চায়েত হয়নি। তিনি আরো বলেন আজ এখানে এসে দেবীঝোরা চা বাগানের শ্রমিকদের কিছু সমস্যার কথা জানাতে পারি। তাদের বেতন এবং স্থায়ীকরণ নিয়ে অভিযোগ জানালে তাদের সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।