আন্তঃরাষ্ট্র সোনা পাচারকারীর কাছ থেকে উদ্ধার চারশো গ্রাম ওজনের সোনার বাট, গ্রেফতার এক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, উত্তর দিনাজপুর : ফের সোনা উদ্ধার ইসলামপুর পুলিশ জেলায়। গোপন সূত্রে খবর পেয়ে গোয়ালপখোর থানার পুলিশ এক আন্তঃরাষ্ট্র সোনা পাচারকারীর কাছ থেকে প্রায় চারশো গ্রাম ওজনের সোনার বাট উদ্ধার করে। যার বর্তমান বাজারমূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই পাচারকারীর নাম মহম্মদ আলম ওরফে কূটলু। বাড়ি ওই থানার চরচরিয়া এলাকায়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে তারা সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ-খবর নিচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রায় চারশ গ্রাম মূল্যের সোনার বাট উদ্ধার হয়। যার মূল্য প্রায় কুড়ি লাখ টাকা ।ওই দুষ্কৃতী বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করছিল এবং মঙ্গলবার রাতে একটি মোটর বাইকে করে সেই সোনা বাইরে কোথাও নিয়ে যাচ্ছিল।তখনই তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।